শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতালে ভর্তি ৮৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৩, ২ নভেম্বর ২০২৪

না.গঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতালে ভর্তি ৮৪ জন

ফাইল ছবি

ভয়াবহ ভাবে বেড়ে চলেছে  নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার। এডিস মশাবাহিত এ রোগটি কারো জীবন কেড়ে নেয় কিনা সেই চিন্তায় নগরবাসী উদ্বিগ্ন। 

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় এবছর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২৭ জন।

জেলা সিভিল সার্জন এর তথ্যমতে, নারায়ণগঞ্জে যদিও এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নগরবাসী এই বিষয়ে খুবই চিন্তিত। 

শনিবার (২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ পোস্টকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো: মশিউর রহমান এ তথ্য জানান।

বর্তমানে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৮৪জন। এ ছাড়ায় আরো রোগী ভর্তি আছে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২৪৩জন। তবে বেসরকারি হিসাব যুক্ত হলে রোগীর সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে।