শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক যানবাহনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৭, ২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক যানবাহনের নামে মামলা

যৌথ অভিযান

নারায়ণগঞ্জ নগরীকে যানজট মুক্ত করতে ও অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থাগুলো। 

এসময় সড়কে পার্কিং করে রাখা যানবাহনসহ লাইসেন্স ও ফিটনেসের মেয়াদ না থাকায় গাড়িতে আটক-জরিমানাসহ মামলা দেওয়া হয়। 

এছাড়া অর্ধশতাধিক ব্যাটারি চালিত লাইসেন্স বিহীন যান আটক করা হয়। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া থেকে ২ নং রেল গেইট এলাকায় পর্যন্ত এ যৌথ অভিযান চলে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিআরটিএর কর্মকর্তারা।

এসময় তারা জানান, নগরীর তীব্র যানজটে স্থানীয়দের ভোগান্তি হওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা হয়। এছাড়া ২৭ টি গাড়িকে আটক করা হয়েছে। এছাড়া লাইসেন্স বিহীন অর্ধশতাধিক ইজিবাইক আটকসহ অভিযান চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা।