ফাইল ছবি
নারায়ণগঞ্জে দীর্ঘদিন পরে গুড়ি গুড়ি বৃষ্টিতে স্বস্তি দেখা গেছে নগরবাসীর মাঝে। এই বৃষ্টির মধ্য দিয়েই শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহর ও এর আশেপাশের এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে।
এদিকে গরম না থাকলেও দীর্ঘদিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় নারায়ণগঞ্জের আবহাওয়া ছিল শুষ্ক। এর ফলে বাতাসে ধুলাবালির পরিমান বেড়ে যায়। এতে করে রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে।