বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ট্রাকে করে ট্রান্সমিটার লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৩, ২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৬, ২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ট্রাকে করে ট্রান্সমিটার লুট

পরিদর্শন

নারায়ণগঞ্জে বিদ্যুতের ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এর আগে রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ১৬-১৭ জনের ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়। এসময় সকলের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা।

কিল্লারপুল বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা রাসেল নামে একজন জানান, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। দেয়াল টপকে প্রথম ৮ জন ও পরে মোট ১৬-১৭ জনের ডাকাত দল প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সকলের মোবাইল নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়।  

তিনি জানান, পরে ট্রাকে করে একটি ট্রান্সমিটার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।

এদিকে ডাকাতির খবর ঘটনাস্থলে ছুটে আসেন এসপি, সার্কেল এএসপি, সদর মডেল থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো। এখানে একটি পুরাতন ট্রান্সমিটার নিয়ে গেছে। কেউ হতাহত নেই।  

ডাকাতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।