ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসি (পূর্ব-পশ্চিম) অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতরা অফিসে থাকা সরঞ্জামাদিসহ, স্টাফদের সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
সোমবার (১ ডিসেম্বর) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা স্টাফদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন, নগদ ৫৮ হাজার ৩০০ টাকা লুট করে নিয়ে যায়।
এছাড়াও বিদ্যুৎ অফিসে থাকা ১০০ মিটার কপার লুপ তার, ৫০ মিটার পুরাতন কপার লুপ, ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও একটি এলইডি টিভি নিয়ে যায় ডাকাতরা। লুট হওয়া এসকল সরঞ্জামের মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা।
এদিকে ডাকাতির ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের কর্মকর্তারা।
এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো। কেউ হতাহত নেই।