ফাইল ছবি
নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, স্টেশনের সিসি টিভি ফুটেজ দেখে জানা গেছে ২ বগির মাঝে পড়ে গেছে সে কাটা পড়ে। হুড়াহুড়ির কারণে এমনটা ঘটেছে। ট্রেন থামতেই সকলে উঠতে ধাক্কাধাক্কি করলে এতে দেলোয়ার হোসেন পড়ে গিয়ে কাটা পড়েন। নিহতের পরিবার ও স্কুলের ছাত্ররা এসেছে।