ফাইল ছবি
নারায়ণগঞ্জে শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাক ডাইভার মালিক সমিতির অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ৩ টায় শহরের মন্ডল্পাড়ায় অবরোধকৃত সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। একই সাথে সড়কে আলোপাথারিভাবে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেন তারা।
জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেপ্তারকৃতের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করার এবং যদি সে নির্দোষ হয় তাহলে তাকে বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
এর আগে সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন ট্রাক ড্রাইভার মালিক সমিতির নেতাকর্মীরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকররা (ওসি) নাসির জানান, পুলিশ সুপার তাদেরকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। ইতোমধ্যে আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।