শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবরোধে সকাল থেকে স্থবির নিতাইগঞ্জের পাইকারি ব্যবসা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৪, ৫ ডিসেম্বর ২০২৪

অবরোধে সকাল থেকে স্থবির নিতাইগঞ্জের পাইকারি ব্যবসা

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ট্রাক চালক মালিক সমিতির অবরোধে দিনব্যাপী স্থবির ছিল দেশের অন্যতম বৃহৎ পাইকারি আড়তের বাজার নিতাইগঞ্জ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শহরের মন্ডলপাড়া এলাকায় এই সড়ক অবরোধ করেন তারা।

নারায়ণগঞ্জে ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সকালেই সড়কে ট্রাক ফেলে অবরোধ করেন শ্রমিক নেতারা। এর ফলে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

সড়ক অবরুদ্ধ করে রাখায় দিনভর নিতাইগঞ্জে ঢুকতে বা বের হতে পারেনি পন্যবাহী ট্রাকগুলো। এর ফলে ব্যাবসা বানিজ্য ছিল স্থবির। রাস্তা বন্ধ থাকায় বেচাকেনাও ছিলনা বলে জানান ব্যাবসায়ীরা।