শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৪, ১১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

যানজট নিরসনে যৌথ অভিযান

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের টিম।

বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে চলে এই অভিযান।

এসময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে যৌথ বাহিনী। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেছেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোন বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভীড় করছে। এভাবেই চলছে। আমরা সরিয়ে দেই তারা আবার এসে বসে।

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দ্যেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যাবস্থা করে দেয়া। আমরা মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করছি, পাশাপাশি তাদের জরিমানাও করা হচ্ছে।