শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা সরিয়ে দেই তারা আবার এসে বসে : জাকির হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৮, ১১ ডিসেম্বর ২০২৪

আমরা সরিয়ে দেই তারা আবার এসে বসে : জাকির হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেছেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চানমারি পর্যন্ত কোন বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভীড় করছে। এভাবেই চলছে। আমরা সরিয়ে দেই তারা আবার এসে বসে।

বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা শেষে একথা জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দ্যেশ্য শহরের যানজট নিরসনও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেয়া। আমরা মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করছি, পাশাপাশি তাদের জরিমানাও করা হচ্ছে।

তিনি বলেন, ফুটপাতে যারা ব্যাবসা করে তারা এটা দিয়েই জীবন যাপন করে থাকে। আগে তারা শুধু ফুটপাতে বসত, এখন তারা রাস্তায়ও বসছে। আমাদের লক্ষ্য আপাতত হকারদের ফুটপাতে রাখা ও মূল রাস্তা সচল রাখা। 

তিনি বলেন, আমার অনুরোধ অটোরিকশা সিটির বাইরে চালাবেন। আমরা বোঝাচ্ছি পাশাপাশি সহনীয় মাত্রায় জরিমানাও করছি। আমরা প্রায় প্রতি সপ্তাহেই অভিযান করছি। আমরা চেষ্টা করছি। ফুটপাত থেকে তাদের মাত্র তুলে দিয়ে এসেছি, একটু পর হয়ত গিয়ে দেখবেন তারা আবার বসেছে। এদের যদি আমরা শক্তি প্রয়োগ করে তুলে দেই তাহলে এটা অমানবিক হবে।