সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তীব্র শীতে গরম কাপড় বিক্রির ধুম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ১২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে তীব্র শীতে গরম কাপড় বিক্রির ধুম

গরম কাপড়ের বেচাকেনা

নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীত। আগেভাগে শীত শুরু হয়ে যাওয়ায় গরম কাপড়ের বেচাকেনাও এবার বেশ ভাল হচ্ছে বলে জানান ব্যাবসায়ীরা। শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে ঘুরে ক্রেতাদের ব্যাপক ভীড় দেখা গেছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শহরের ফুটপাট ও মার্কেটগুলো ঘুরে এ দৃশ্য দেখা যায়।

শহরের কালীরবাজার এলাকায় লেপ-তোষকের দোকাগুলোতে ঘুরে দেখা যায় দোকানগুলোতে লেপ, তোশক, কম্বল সাজানো রয়েছে। দোকানিরা জানান, শীত আসলেই লেপ ও তোষক বানানের অর্ডার আসে প্রচুর। এখন আমরা সেসকল অর্ডার কমপ্লিট করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি।  

লেপ ও কম্বল ব্যবসায়ী মো. আবু সায়েম জানান, এবার ক্রেতা মোটামুটি ভালই। বেচাকেনাও চলছে, বেশ কিছু অর্ডারও পেয়েছি। আশা করছি ভাল বেচাকেনা হবে।

এদিকে সোয়েটার ও জ্যাকেটসহ বাহারি ডিজাইনের শীতবস্ত্রের বেচাকেনাও চলছে। শহরের ফুটপাত গুলোতেও শীতবস্ত্র তুলতে শুরু করেছেন ব্যাবসায়ীরা। এসকল দোকানে ইতিমধ্যে পুরেদমে বেচাকেনা চলছে।

শহরের চাষাঢ়া এলাকার ফুটপাতের ব্যাবসায়ী শিপন বলেন, এবার আগেভাগে শীত পড়ে গেছে। বেচাকেনাও অনেক আগে শুরু হয়েছে। আশা করছি ভাল ব্যবসা হবে।

হকার্স মার্কেটের ব্যবসায়ী মেহেদি হাসান জানান, এবার মৌসুমের শুরুতেই শীত লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় এবার তীব্র শীত পড়বে। বেচাকেনাও ভাল হবে। ইতিমধ্যে আমরা শীতকালীন মালামাল তুলেছি দোকানে। বেচাকেনাও ভাল চলছে।