শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ১২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পৌষের আগেই জেঁকে বসেছে শীত। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল নারায়ণগঞ্জ। দিনভর দেখা মেলেনি সূর্যের।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

মৌসুমের প্রথম শীতের তীব্রতা শুরুর পর ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে নারায়ণগঞ্জ। এর সঙ্গে বয়ে চলেছে কনকনে ঠাণ্ডা বাতাস। এতে কাবু হয়ে পড়েছে পথে-প্রান্তরে থাকা ছিন্নমূল মানুষগুলো। সূর্যের মুখ দেখা না যাওয়ায় রোদের উত্তাপ পায়নি এই শীতার্ত মানুষগুলো। 

নারায়ণগঞ্জ জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে এখন শীতের কাঁপুনি বেশি অনুভূত হচ্ছে। গ্রামের মানুষের জন্য এই শীতের তীব্রতা বয়ে এনেছে বাড়তি কষ্ট ও দুর্ভোগ। হিমেল বাতাস আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীন জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।  

সকাল থেকেই খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষগুলো পড়েন বিপাকে। হঠাৎ করে আবারও শীতের প্রকোপ বাড়ায় কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। শীত যতই বাড়ছে হাসপাতালের জরুরি বিভাগে শীতজনিত রোগীর সংখ্যা ততই বাড়ছে। শিশু ও বয়স্করাই অন্যদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।