ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, আগুন লাগতেই পারে। যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আজকে আমাদের এই অ্যায়ারনেস। আমরা পঞ্চাশ কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি অথচ এটা ধ্বংস হতে সময় লাগবে একদিন। সুতরাং আমরা যদি সচেতন থাকি এবং প্রতিরোধ ব্যাবস্থা গড়ে তুলি তাহলে এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব। এর জন্য আমাদের ট্রেনিং দরকার। আমরা এই সেবা দেয়ার জন্য প্রশিক্ষণ দেয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই প্রশিক্ষণ নিলে সহজেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। পাশাপাশি এর ফলে আহত ও নিহতের ঘটনাও কমে আসবে।
তিনি বলেন, আমাদের হটলাইনগুলোতে কল দিয়ে লোকেশন বলবেন আমাদের টিম চলে যাবে। ১০২, ৯৯৯ যেকোন বিপদে আপনারা এই হটলাইন নাম্বারে কল করবেন। রাত দুইটায় হলেও আমাদের টিম চলে যাবে। আমাদের রেসপন্স টাইম ত্রিশ সেকেন্ড থাকে।