ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোঃ স্বপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীনুর আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আরিফ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় স্বপন এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বারকে (৬৫) প্রধান আসামি করা হয়েছে। এতে আরও ১৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাত আরো ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।