শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১৬ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ

বিনম্র শ্রদ্ধা

নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের চাষাঢ়া বিজয় স্তম্বে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্হ্য বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।