জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজী গ্রুপের নিখোঁজ শ্রমিকদের খোঁজে তাদের পরিবারের সদস্যরা অবরোধ করেছেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা অবরোধ করলে পরে তাদের সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ১১ টা থেকে ৩০ মিনিটের পর সড়ক অবরোধ করেন তারা।
পরে ডিসি অফিসে তারা জেলা প্রশাসকের কাছে নিখোঁজ শ্রমিকদের খোঁজ দাবি করেন। পরে তারা সেখান থেকে আশ্বস্ত হয়ে ফিরে যান।