শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আকাশে বর্ণিল আলোর ঝলকানি, স্বাগত ২০২৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৮, ১ জানুয়ারি ২০২৫

আকাশে বর্ণিল আলোর ঝলকানি, স্বাগত ২০২৫

আকাশজুড়ে আতশবাজি

নারায়ণগঞ্জের পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছর স্বাগত জানাতে শহরবাসীকে আকাশজুড়ে আতশবাজি করতে দেখা গেছে। পুরো আকাশজুড়ে আতশবাজির আলোর ঝলকানিতে জেলাবাসী স্বাগত জানিয়েছে নতুন বছর ২০২৫ কে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হয় আতশবাজি। পাশাপাশি শহরজুড়ে আকাশে উড়তে গেছে রঙ বেরংয়ের ফানুস।

পুরাতন সকল গ্লানিকে বিদায় করে নতুন বছর নতুন প্রত্যাশায় স্বাগত জানায় জেলাবাসী। এসময় বিভিন্ন এলাকায় এলাকায় আতশবাজির পাশাপাশি বলতে শোনা যায়, হ্যাপি নিউজ ইয়ার। 

এবার জেলাবাসীর প্রত্যাশা, পুরাতন সকল গ্লানি দূর হয়ে যাবে। আর কোন অপশক্তি এদেশের মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেনা। নতুন প্রত্যয়ে দেশ গড়ার কাজে নারায়ণগঞ্জবাসীও দেশবাসীর সাথে একসাথে কাজ করবে।