রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতভর হলো আতশবাজি, ডিজে গান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৩, ১ জানুয়ারি ২০২৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতভর হলো আতশবাজি, ডিজে গান

আতশবাজি

নারায়ণগঞ্জে সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতভর বিভিন্ন এলাকায় এলাকায় করা হয়েছে আতশবাজি, উচ্চ শব্দে বাজানো হয়েছে ডিজে গান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে শুরু হয় আতশবাজি। এর আগে থেকেই শুরু হয় ডিজে গান বাজানো। 

জানা যায়, শহরের বিভিন্ন বহুতল, রুফট রেস্তোরা গুলো, বাড়িগুলোর ছাদ থেকে এসব আতশবাজি ফোটানো হয়েছে। তীব্র আতশবাজির শব্দে পাখিরা যেমন ছুটোছুটি করছিল তেমনি বাসা বাড়িগুলোতে অবস্থান করা বৃদ্ধ ও শিশুরাও ভয়ে ভীত হয়ে পড়ছিল। এর মাঝে শহরের হাসপাতালগুলো, খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালের আশেপাশেও রাতভর ব্যাপক আতশবাজি করা হয়। এতে হাসপাতালে অবস্থান করা রোগীরা আঁতকে উঠছিলেন। অথচ নিষেধাজ্ঞা থাকলেও শহরের কোথাও এসব থামাতে প্রশাসনের কোন উদ্যোগ চোখে পড়েনি। 

এর মাঝে রাতে আতাউর রহমান মোল্লা নামে একজন জানিয়েছেন, এসব উচ্চ শব্দে বাড়িতে থাকা একজন বৃদ্ধ ব্যক্তিতে হাসপাতালে নিতে হচ্ছে। 

এদিকে শহরের বিভিন্ন এলাকায় এলাকায় রাত ৪ টা পর্যন্ত উচ্চ শব্দে ডিজে গান বাজাতে দেখা গেছে উশৃংখল যুবকদের। এতে করে তাদের বাধা দিতে বা কিছু বলতে যায়নি কেউ। নীরবে শব্দ সন্ত্রাসের এহেন আচরণ সহ্য করেছেন শহরবাসী।