ফাইল ছবি
নারায়ণগঞ্জে চলছে তীব্র শৈত্য প্রবাহ। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য দেখিয়েছে আবহাওয়া পূর্বাভাসের এপসগুলো।
শুক্রবার সকাল থেকেই তীব্র শীতে কাঁপছিল পুরো নারায়ণগঞ্জ। দিনভর সূর্যের দেখা মেলেনি। প্রায় সারা দিনই কুয়াশায় আচ্চন্ন ছিল নারায়ণগঞ্জ।
এদিকে তীব্র শীতে ভোগান্তি পোহাতে হয়েছে নিন্ম আয়ের মানুষদের। ভাল শীতবস্ত্র না থাকায় শীতে ছিন্নমূল মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে তাদের।
এদিকে অতিরিক্ত কুয়াশার ফলে নারায়ণগঞ্জের বিভিন্ন খেয়া ঘাট ও লঞ্চ ঘাটে নৌচলাচল বাধাগ্রস্থ হচ্ছে। নৌ চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
এছাড়াও ঘন কুয়াশার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচলে দুর্ঘটনা এড়াতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে।