বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ১৪৬ কোটি টাকার অভ্যন্তরীণ কনটেইনার ও টার্মিনাল প্রকল্প একনেকে অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ৮ জানুয়ারি ২০২৫

না.গঞ্জে ১৪৬ কোটি টাকার অভ্যন্তরীণ কনটেইনার ও টার্মিনাল প্রকল্প একনেকে অনুমোদন

প্রতীকী ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সম্বলিত না.গঞ্জের অভ্যন্তরীণ কনটেইনার ও টার্মিনাল প্রকল্প সহ দশটি প্রকল্প অনুমোদন করেছে। 

এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) একনেক সভায় প্রকল্পগুলো উত্থাপনের পর তাতে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভাটি অনুষ্ঠিত হয় পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর মধ্যে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত)" প্রকল্পটি ২২৩.৭৫ কোটি টাকা থেকে বেড়ে ৬১৫.৭৫ কোটি টাকা হয়েছে, যা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মেয়াদকাল জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত।