জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, শীতলক্ষ্যা নদীর পানির যে রঙ সেটাকে পানির স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আমরা জিআইজেডের সহযোগিতায় একটি এ্যাকশন প্ল্যান তৈরি করছি। বর্তমানে শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায়। যে দুর্গন্ধময় বিষাক্ত অবস্থা রয়েছে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় শীতলক্ষ্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশের যৌথভাবে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাশেদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ। এসময় জিআইজেড, ব্র্যাক, ডাইং এসোসিয়েশন, নিটিং এসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ নদীগুলোর দখল দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর একশন প্ল্যান দ্রুত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।