বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানে নিহতদের প্রথম ধাপের তালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৫, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৮, ৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানে নিহতদের প্রথম ধাপের তালিকা প্রকাশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যাক্তিদের তালিকার প্রথম ধাপ প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। 

এসময় গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে ১৫ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যারা আন্দোলনে শহীদ কিংবা আহত হয়েছেন কিন্তু প্রথম ধাপের তালিকায় নাম আসেনি তাদের তালিকাভুক্ত হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করতে বলা হয়েছে। 

আন্দোলনে শহীদ কিংবা আহতদের জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ও হাসপাতালে চিকিৎসা গ্রহনের প্রমানপত্রসহ জেলা প্রশাসকের কাছে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতার কাছে আবেদন করতে বলা হয়েছে।