ফাইল ছবি
নারায়ণগঞ্জে রাতভর কনকনে শীত ও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে। তবে তাপমাত্রা কম থাকায় এখনও শীত অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকলেও বেলা ১১টার দিকে আকাশ পরিষ্কার হলে সূর্য দেখা যায়।
এদিকে চলতি মাসে একাধিক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় আগামী কয়েকদিন ঘন কুয়াশার পাশাপাশি তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এসময় দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানা গেছে। জানুয়ারি মাসজুড়েই এমন পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।