ফাইল ছবি
নারায়ণগঞ্জের দেওভোগে পার্কের লেক থেকে ১২ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বড়শি দিয়ে মাছ শিকারের সময় এ মাছটি ধরা পড়ে।
মাছটি পাড়ে তুলে ওজন করা হলে দেখা যায়, মাছটির মোট ওজন ১২ কেজি ২০০ গ্রাম।
পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রায়ই স্থানীয়রা এখানে বড়শি দিয়ে মাছ শিকার করে থাকে। এর অনুমতিও রয়েছে। প্রায়ই এখানে বড়শিতে বড় মাছ ধরা পড়ে।