অসুস্থ্য সাউদ নুর এ শফিউল কাদেরকে দেখতে বাসায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা অসুস্থ্য সাউদ নুর এ শফিউল কাদেরকে দেখতে তার বাসায় এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
শুক্রবার ৩১ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন সাউদ। শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে বাসায় ফিরে আসেন সাউদ নুর। শনিবার সন্ধ্যায় তাকে দেখতে নারায়ণগঞ্জে তার বাসায় আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তারা সুস্বাস্থ্য ও দোয়া কামনা করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে বাংলাদেশ ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী সমন্বয়ক রিজভী আহমেদ, ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম রনি, ঢাকা বিভাগ ঢাকা এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাক বিভাগ ইউনাইটেড সভাপতি মো. এনামুল হক দিপু নারায়ণগঞ্জ জেলা শাখা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।