মানববন্ধন
নারায়ণগঞ্জে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে পর্দানশীল নারীদের শিক্ষা অধিকার এবং এনআইডি পরিচয় সনাক্তকরণে ছবি মিলিয়ে দেখার পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের পদ্ধতি চালুর দাবীতে মানববন্ধন ও জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে পর্দানশীল মহিলা সংগঠনের পক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ-সময় উপস্থিত ছিলেন রিতা আক্তার, আহম্মেদ মুক্তা,মুহাম্মদ ফজলুল করীম স্বপন। মানব বন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিন দফা দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, পর্দার বিধান পালন করার জন্য, আজকে অনেক মহিলা আমরা এনআইডি কার্ড করতে পারি নাই। কারণ ওইখানে ছবির কথা বলা হচ্ছে। আমরা যেটা চাচ্ছি সবাইকে ছবি তুলতে হবে না তানা। যারা ছবি তোলার তারা তুলুক। আমরা যারা ছবি তুলতে চাচ্ছি না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিবন্ধন ভুক্ত করা হয়। নিবন্ধন ভক্ত করে যেমন নাগরিক সুবিধা গুলো যা হয়। কারণ দেখা যাচ্ছে জাতীয় পরিচয় পত্র যে শুধু ভোটের জন্য প্রয়োজন তা কিন্তু না। অন্যান্য যে নাগরিক সুবিধা যেমন ব্যাংক লেনদেন বা তুমি ক্রয় বিক্রয় এবং নমিনি, পেনশন এই আর্থিক অনেক বিষয়ের সাথে জড়িত। যদি আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ব্যবস্থা করা হয় তাহলে নাগরিক সুবিধাগুলো পেতে পারি।