প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন নেই।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক জানান, নিহতের আনুমানিক বয়স ৩৫। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জনয সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা না অন্য কিছু।