
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরে অবাধ প্রবেশের অধিকার চেয়ে নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা।
বুধবার (৫ জানুয়ারি) সকালে শহরের চাষাঢ়া এলাকায় গোল চত্বরে অটোরিকশা ফেলে সড়ক অবরোধ করেন তারা।
এসময় মূল শহরে নির্বিঘ্নে চলাচল করার সুযোগ দাবি করেন অটোচালকরা। পাশাপাশি অবৈধ অটোরিকশার বৈধতা দেয়ার দাবীও জানান তারা।
এর আগে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা প্রবেশে বিধিনিষেধ আরোপের কথা বলেছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এঘটনার পর থেকেই নিয়মিত সড়কে আন্দোলন করে আসছেন অটোচালকরা।