
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ২০ জন এবং নিয়মিত মামলায় ও ওয়ারেন্টভূক্ত আসামি আছেন ২০ জন
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- জেলা ওলামালীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান (২৫), সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ ছাত্রলীগ নেতা শফিউর রহমান হিরন (২২), নাসিক ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা নূর হোসেন কুট্টি (২৫), মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), যুবলীগ কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হারুন অর রশীদ (৪৪)।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, আসামিদের বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা।