বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলাজুড়ে যত্রতত্র আবর্জনার স্তূপ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

জেলাজুড়ে যত্রতত্র আবর্জনার স্তূপ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে খোলা স্থানে ময়লা-আবর্জনার স্তূপ। যে যার মতো সড়ক বা বাসাবাড়ির সামনে ময়লা ফেলে রাখছে। সড়কে খোলা ডাস্টবিন না থাকায় এটি চরম আকার ধারণ করেছে। প্রাইভেট প্রতিষ্ঠানকে বাসাবাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়ে দায় সারছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বাসাবাড়ি থেকে এসব প্রতিষ্ঠান উচ্চমূল্যে ময়লা সংগ্রহ করলেও নেই কোনো জবাবদিহিতা। 

সিটি করপোরেশনের নজরদারি ও খোলা ডাস্টবিন না থাকায় রেস্টুরেন্ট, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ির পরিত্যক্ত ময়লা-আবর্জনা বা উচ্ছিষ্ট কখনো সড়কে কখনো বা ফুটপাতে ফেলা হচ্ছে । এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ। নগরবীদরা বলছেন, শহরে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার বিশেষ ধাপ হচ্ছে সড়কে ডাস্টবিন স্থাপন। ডাস্টবিন ছাড়া কোনোভাবেই একটি আধুনিক শহর কল্পনা করা যায় না।

সিটি করপোরেশন আইন ২০০৯ বলা হয়েছে, করপোরেশন নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার পাত্র বা অন্য কোনো আধারের ব্যবস্থা করবে। করপোরেশন সাধারণ নোটিশ দিয়ে পার্শ্ববর্তী বাড়িঘর ও জমির দখলদারদের তাদের ময়লা বা আবর্জনা উক্ত পাত্র বা আধারে ফেলার জন্য নির্দেশ দিতে পারবে। এই আইন অনুযায়ী, করপোরেশন নির্ধারিত স্থান থেকে ময়লা সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যাবে। আর নাগরিকরা তাদের বাসাবাড়ির বর্জ্য করপোরেশনের নির্ধারিত পাত্রে পৌঁছে দেবে। কিন্তু দেখা গেছে, আশপাশে বড় ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় বাসাবাড়ির বর্জ্য কোনো নাগরিকই সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে পারে না। যে কারণে সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সংগঠনকে নিবন্ধন দিয়েছে, যারা বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে করপোরেশনের নির্ধারিত স্থানে পৌঁছে দেয়।

অন্যদিকে সড়কে কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে মানুষ। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে কোনো ডাস্টবিন দেখা যায়নি। বাড়ির সামনে, রেস্টুরেন্টের সামনে কাগজ, প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা পড়ে আছে। সকাল বেলা সিটি করপোরেশনের ঝাড়ুদাররা সেগুলো পরিষ্কার করলেও ৫ আগস্টের পর নিয়মিত করা হচ্ছে না। কিছু এলাকায় একদিন করলে আরেক দিন করা হচ্ছে না। আগে সিটি করপোরেশনের কাউন্সিলররা এগুলো তদারকি করলেও তারা না থাকায় এখন সেগুলোও অনিয়মিত হয়ে গেছে।