
ফাইল ছবি
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ২৩ লাখ ২ হাজার ৭৬১ জন। হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ১ লাখ ৫ হাজার ৫১৯ জন ভোটার। যা শতকরা হিসাবে মোট ভোটারের ৫ শতাংশ। এর মধ্যে ২০০৭ সালের বাদ পড়া ভোটার ৭২ হাজার ২৪৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৫৩৭ জন, মহিলা ৩৭ হাজার ৭০৪ জন ও হিজড়া ভোটার দুইজন। ২০০৮ এর মধ্যে যাদের জন্ম এমন ভোটার ৩৩ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৪৭৯ জন ও মহিলা ১৬ হাজার ৭৯৭ জন। রেজিস্ট্রার অন্তর্ভুক্ত অনুপস্থিত ভোটার ২২ হাজার ৫৯৯ জন। মৃত ভোটারের সংখ্যা ২৪ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৩৪ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৩৬৯ জন। যা শতকরা হিসাবে ১ দশমিক ০৪ শতাংশ।
এদিকে, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদে সারাদেশে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।
অন্যদিকে, সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)। এই আসনে ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৭৯ জন। ভোটকেন্দ্র ১১৭টি ও বুথ ৭৪১টি। গতবার এই আসনে ভোটার ছিল ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এবার নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৭৯৮ জন। এছাড়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। গতবার এই আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৭৯০ জন। ভোটকেন্দ্র ১২৮টি ও বুথ ৮১৭টি। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২২২ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এবার ভোটার হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। ভোটকেন্দ্র ১৩১টি ও বুথ ৭৭১টি। গতবার ভোটার ছিল ৩ লাখ ৩ হাজার ৮৩৭ জন। ভোটার বেড়েছে ৪০ হাজার ৮৩১ জন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ২৯৯ জন। ভোটকেন্দ্র ১৭৫টি ও বুথ ১০৯২টি। গতবার ভোটার ছিল ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এবার এই আসনে ভোটার বেড়েছে ৫০ হাজার ৬৮৩ জন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রমতে, দ্বাদশ পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার৬৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৭৮২টি। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৪৫৯ জন ও নারী ১ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। এবার নতুন ভোটার হয়েছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৩৬ হাজার ২২২ জন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৪৭ হাজার ৭৯৮ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৪০ হাজার ৮৩১ জন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ৬১ হাজার ৫৮৫ জন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ৫০ হাজার ৬৮৩ জন নতুন ভোটার হয়েছেন।