শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যানজট  নিরসনে উচ্ছেদ অভিযান. ৪ মোটরসাইকেল জব্দ ও জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে যানজট  নিরসনে উচ্ছেদ অভিযান. ৪ মোটরসাইকেল জব্দ ও জরিমানা 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের অভিযান

নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ দল।

এসময় ৩ টি মামলায় ৩ জন ব্যক্তিকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পার্কিংয়ের দায়ে ৪ টি মোটরসাইকেল জব্দ করা হয়। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়া, মীর জুমলা সড়ক ও ২ নং রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির। 

এসময় তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। 
 
তিনি আরো জানান,  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চলবে।