শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভালোবাসা ও ফাগুনের আগুন গোলাপের দাম ৫০!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা ও ফাগুনের আগুন গোলাপের দাম ৫০!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিশ্ব ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের দোকানে বেচাকেনা বেড়েছে। ফুলের দোকানগুলোর পাশাপাশি ভাসমান ফুল বিক্রেতারাও শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নানা রকম ফুলের পসরা সাজিয়ে বসেছেন। চাহিদা বেশি থাকায় বাড়তি দামে ফুল বিক্রি করছেন দোকানিরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাঢ়া, দুই নং রেলগেট এলাকার স্থায়ী ও অস্থায়ী দোকানগুলো ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

শহরের চাষাঢ়া এলাকার দোকানগুলোতে আকার ও রঙ অনুযায়ী ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গোলাপ ফুল। এছাড়াও দোকানে রজনীগন্ধা, সানফ্লাওয়ারসহ নানান রকমের ফুল সাজিয়ে রেখেছেন দোকানিরা। ফুলের তোড়া আকারভেদে ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

অন্যদিকে হকারদের ভাম্যমান দোকানে ফুলের দাম দোকানের চেয়ে কিছুটা কম দেখা গেছে। বাইরে ৪০ টাকা থেকে ৮০ টাকার মধ্যেই গোলাপসহ নানান রকমের ফুল পাওয়া যাচ্ছে। ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে রজনীগন্ধা, গাঁদা ও গোলাপ ফুলের মালাও পাওয়া যাচ্ছে। 

ফেব্রয়ারি মাস বিশেষ করে ১৪ ফেব্রুয়ারিকে ঘিরে বছরের একটি বড় ফুলের ব্যবসা হয়ে থাকে। এদিনটির জন্য তারা বছর ধরে অপেক্ষা করেন। এর মাঝে ১৪ ফেব্রুয়ারিকে ঘিরে তারা আগে থেকেই ফুল কিনে রাখেন ফুল চাষীদের কাছ থেকে। চাহিদা বেশী থাকায় এসময় বসে অস্থায়ী দোকানিরাও। 

চাষাঢ়া এলাকার ফুলের দোকানদারেরা জানান, সারাবছর ফুলের চাহিদা তেমন একটা থাকেনা। বিয়ে বা অন্য অনুষ্ঠানগুলোতে মানুষ ফুল ব্যাবহার করে। তবে ফেব্রুয়ারি মাসে ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের ব্যাপক চাহিদা থাকে। তাই এসময় দামও অন্যান্য সময়ের চেয়ে কিছুটা বেশি থাকে।