শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পেপার মিলে অগ্নিকান্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে পেপার মিলে অগ্নিকান্ড

ম্যাক্স পেপার মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের নিউ হাজীগঞ্জ এলাকায় অবস্থিত মেকপেপার মিলের ওয়েস্টেজ পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরবর্তীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ারসার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিড়ি বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস। 

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, হাজীগঞ্জ এলাকার পেপার মিলে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।