শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানে জাপা চেয়ার‍্যাম্যানসহ গ্রেপ্তার ২৭

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানে জাপা চেয়ার‍্যাম্যানসহ গ্রেপ্তার ২৭

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টসহ বেশ কয়েকটি অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অন্যান্য অভিযানে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি আলী আজগর ভুঁইয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, আড়াইহাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন, গোপালদী পৌরসভা আওয়ামীলীগের ধর্ম ও সমাজকল্যান বিশয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, ব্রাম্মন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সোহেল, সদর এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী হাবিবুল্লাহ হাবিব, ফতুল্লার আওয়ামীলীগ কর্মী তানভীর বাবু, বন্দর থানা আওয়ামীলীগ নেতা খোকন।