শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, সড়কে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ, সড়কে ভোগান্তি

চাষাঢ়ায় সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউরো টেক্স গার্মেন্টসে শ্রমিক হয়রানি বন্ধসহ নানা দাবিতে শহরের প্রানকেন্দ্র চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়ায় শহরের প্রাণকেন্দ্রে সড়কে অবস্থান নিয়ে যান চলাচন বন্ধ করে দেন শ্রমিকেরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েন এপথে চলাচলকারী সাধারণ মানুষ, চাকুরিজীবী, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ মানুষ। 

এর আগে সোমবার সকাল থেকেই শ্রমিকদের হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। পরবর্তীতে মিছিল নিয়ে চাষাঢ়া এলাকায় জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

গার্মেন্টসের শ্রমিক রায়হান শরীফ বলেন, আমাদের শ্রমিকরা পাঁচ আগষ্টের পর বেশ কিছু দাবিতে আন্দোলন করেছিল। তখন সে দাবি মেনে নিলেও তা কাগজে কলমে হয়েছে, বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকরা গেলেই তাদের হেনস্থা করে, বের করে দেয়। গত ১০ তারিখ আমাদের বেশ কয়েকজন শ্রমিক গিয়েছিল একই কথা বলতে। ১২ তারিখে আমাদের এক শ্রমিকের নামে মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে।

তিনি আরো জানান, আমাদের ২৭ জন শ্রমিকের নামে মামলা দেয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি আমাদের একজন একজন করে বিভিন্ন কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের হুমকি দেয়া হয়েছে, আজ মিমাংসা করার কথা ছিল। সেখানে আজ তারা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের হয়রানি বন্ধের দাবী জানাচ্ছি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, মালিক শ্রমিক আলোচনা করে সমাধানের জন্য বলা হয়েছে মালিক পক্ষকে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।