শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবৈধ দোকান উচ্ছেদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবৈধ দোকান উচ্ছেদ 

সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় সড়ক দখলমুক্ত রাখতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় ৩০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার ও বালুরমাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর।

এসময় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা খাবারের দোকানগুলো উচ্ছেদ করে প্রশাসন। এছাড়াও বালুরমাঠ এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা খাবারের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়।

এসময় ফতুল্লার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় প্রায় ৩০ টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 

অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।