শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে অধ্যক্ষের বদলি আদেশ বাতিল চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে অধ্যক্ষের বদলি আদেশ বাতিল চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

মহিলা কলেজের সামনে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদশ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত মহিলা কলেজের সামনে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের অধ্যক্ষের এই বদলি আদেশ মানি না। এই বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রোববার অধ্যক্ষের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। এসময় বদলি আদেশ বাতিলের দাবিতে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।