শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ফিটনেসবিহীন গাড়ি আটক, জরিমানা ২৮ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে ফিটনেসবিহীন গাড়ি আটক, জরিমানা ২৮ হাজার

জেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন, লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় ৪টি বাস আটক ও ৬টি বাসকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, নারায়ণগঞ্জ শহরের চাঁদমারি এলাকায় সড়কে যানবাহনের ফিটনেস মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মৌমিতা, আসিয়ান ও বন্ধু পরিবহনের রুট পারমিট এবং ফিটনেস না থাকায় ৪টি বাস ডাম্পিং এ প্রেরণ করা হয়। এসময় ৬ টি মামলায় ২৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।