শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৪৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ৪৪

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অন্যান্য অভিযানে আরও ৩৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগ কর্মী মোঃ রবিউল ইসলাম (২১), আক্তার (২৮), ছাত্রলীগ কর্মী জয় চন্দ্র দে (২০), ছাত্রলীগ কর্মী মোঃ রনি (২১), কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবগীলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুম্মন (৪৭), দাউদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (৫৪), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (৪৯), জামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ (৫৭)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ জেলাজুড়ে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে আরও ৩৬ জনকে নানান অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।