
ফাইল ছবি
নারায়ণগঞ্জে রমজানে মাসজুড়ে শহর যানজট মুক্ত রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এর ফলে রমজানের শুরু থেকেই স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের সড়কে। নারায়ণগঞ্জের রাস্তায় নেই চিরচেনা যানজট, ফলে স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী।
মঙ্গলবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাঁদমারি, চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, কালীরবাজার ও দুই নং রেলগেট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের লোকবল সংকটের কথা মাথায় রেখে রমজান মাসকে ঘিরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিউনিটি পুলিশ সহায়তার ব্যাবস্থা করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও চেম্বার ও স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দের সহায়তায় কমিউনিটি পুলিশের অতিরিক্ত ১৮০ জন সদস্যকে শহরের বিভিন্ন স্থানে নিযুক্ত করা হয়েছে।
এসময় সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ছাড়াও অতিরিক্ত কমিউনিটি পুলিশ রয়েছে রাস্তায়। চাঁদমারি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কমিউনিটি পুলিশের অবস্থান আছে।
এছাড়াও সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি ও সড়ক দখল করে থাকা হকারদের সরিয়ে দিতে চেষ্টা করছেন তারা। দিনভর পুরো শহরে কমিউনিটি পুলিশের এই কার্যক্রম চলমান থাকায় প্রভাব দেখা গেছে সড়কে।
এসকল উদ্যোগের ফলে প্রথম রমজানের দিন থেকেই পাল্টে গেছে নারায়ণগঞ্জের চিত্র। রাস্তায় অন্যান্য সময়ের মত যানজট নেই। এছাড়াও সড়কে যানবাহনগুলোকেও সুশৃঙ্খল ভাবে চলতে দেখা গেছে। চেম্বারের এমন কার্যক্রম রমজানে নারায়ণগঞ্জবাসীর ভোগান্তি কমাতে ও সড়কে স্বস্তিতে চলাচল করতে সাহায্য করেছে।