মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা প্রশাসনের অনুরোধে বিশেষ মূল্যে ভোগ্যপণ্য বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১২:১২, ৬ মার্চ ২০২৫

জেলা প্রশাসনের অনুরোধে বিশেষ মূল্যে ভোগ্যপণ্য বিক্রি

ট্রাকসেলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি শুরু করেছে মেঘন গ্রুপ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় ও চাষাঢ়া এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এসকল নিত্যা প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু হয়।

এসময় ট্রাকসেলের কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, আমরা নিতাইগঞ্জে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। বাজারে কোনকিছুর অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিযোগ আসেনি। আমরা ব্যাবসায়ীদের ধন্যবাদ জানাচ্ছি। ব্যাবসায়ীরা আমাকে যে কথা দিয়েছিল সেটা তারা রাখতে পেরেছে। পুরে রমজান মাস এই ট্রাকসেল চলবে শুধু শুক্রবার বাদে।

তিনি আরও বলেন, আমরা দ্রব্যমূল্যের দাম নিয়ে সভা করেছিলাম। সেখানে ব্যাবসায়ীরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোন পন্যের দাম বাড়াবেন না। কিন্তু সবার মধ্যেই সয়াবিন তেলের বাজার নিয়ে শংকা ছিল। তখন আমরা তেল কোম্পানিগুলোকে নিয়ে সভা করেছিলাম। বলেছিলাম আপনারা তেলের সরবরাহ নিশ্চিত করুন। সেই পরিপ্রেক্ষিতে আজ মেঘনা গ্রুপ বাজারে তেল সরবরাহের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে নারায়ণগঞ্জে তেল বিতরণ করছে। আজ প্রায় দুই টনের বেশি তেল তারা ওপেন বিক্রি করবে। আশা করি তেল নিয়ে আমাদের যে শংকা ছিল তা কেটে যাবে।

তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ও চাষাঢ়া এলাকায় এই ট্রাকসেলের কার্যক্রম চলবে। শুধু তেল নয় চাল, ডালসহ যা আছে ফ্রেশ কোম্পানির সেসকল পন্য এখানে বিক্রি হবে। আগামী দুইদিনের মধ্যে তীর কোম্পানিও খোলা ভাবে তেল বিক্রি করবে।

এদিকে পুরে রমজান জুড়ে শহরের দুই স্পটে বিশেষ মূল্য ছাড়ে এই ভোগ্য পন্য বিক্রির কার্যক্রম চলবে বলে জানান মেঘনা গ্রুপের কর্মকর্তারা। রমজানের পরেও সংকট দেখা দিলে জেলা প্রশাসনের সহায়তায় এই ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।

ট্রাকসেলে বিশেষ মূল্য ছাড় অফারে ফ্রেশ চিনিগুড়া চাল ১৩৫ টাকা কেজি, ফ্রেশ রিফাইন্ড চিনি ১১৫ টাকা, ফ্রেশ মিল্ক পাউডার (৫০০ গ্রাম) ৪০০ টাকা, ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ১০ টাকা, ফ্রেশ রেগুলার ডাল ১১৫ টাকা, ফ্রেশ চা পাতা (৪০০ গ্রাম) ১৮০, ফ্রেশ লবন ৩৫ টাকা, ফ্রোশ সরিষার তেল ২৭০ টাকা, ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, ৩ লিটার ৫২৫ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ৫ লিটার ৯৭৫ টাকা, ফ্রেশ রাইস ব্রান অয়েল ২ লিটার ৪০৫ টাকায় পাওয়া যাচ্ছে।