বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত রাখতে অভিযান, ১৪ হাজার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৩, ৬ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত রাখতে অভিযান, ১৪ হাজার জরিমানা

বঙ্গবন্ধু রোড ও মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত রাখতে শহরের চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু রোড ও মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এসময় সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ৪ টি মোটরসাইকেল জব্দ ও ৬টি পৃথক মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার ও সিটি করপোরেশনের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। 

এসময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান ও মোটরসাইকেল অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাথ দখল করে বসানো লা ভিস্তা রেস্টুরেন্টের ইফতারের দোকান সরিয়ে দেয়া হয়।