
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নারায়ণগঞ্জে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পন্যের গুণগত মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) শহরের দুই নং রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
এসময় ঢাকা সুইটমিট নামের মিষ্টির দোকানক মূল্য তালিকা না রাখা ও দুই কেজির দইয়ের হাড়িতে কারচুপি করে দেড় কেজি দই বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আনন্দ রেস্তোরায় কাঁচা খাবার ও রান্না করা খাবার এক সাথে রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, ব্যবসায়ীগণ ভোক্তার নিকট সঠিক পরিমাপে এবং সঠিক মূল্যে পণ্য সরবরাহ করছে কিনা তা পর্যবেক্ষণের জন্য আজ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা ক্যাব এর সদস্য ডা.খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল অংশগ্রহণ করে।