
সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ শহরে অবাধে প্রবেশের দাবীতে শহরের দুই নং রেলগেট এলাকায় অটোরিকশা জড়ো করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
রোববার (৯ মার্চ) দুপুরে দুই নং রেলগেট এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় সড়কে এলোপাতাড়ি অটোরিকশা ফেলে রেখে সড়কে যানচলাচল বন্ধ করে দেন অটোরিকশা চালকরা। এসময় মূল শহরে অটোরিকশা বিনা বাধায় প্রবেশ করতে দেয়ার দাবী জানান তারা।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।