
উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মোহাম্মদ তামশিদ ইরাম খান বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমরা মাসব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলোতে আমাদের এই অভিযান চলছে। আমাদের প্রথম প্রায়োরিটি রাস্তা যেন ফাঁকা থাকে। মৌসুমী ব্যাবসায়ীরা এখানে ব্যাবসা করছে ভ্যানগাড়ি নিয়ে, গাড়িগুলো সড়কের ওপর পার্কিং করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পপুলারের সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ফুটপাতে বাইক পার্ক করে রাখে। আমরা অভিযোগ পেয়ে সেখানে গিয়ে কয়েকটি বাইক ও গাড়িকে জরিমানা করেছি।