মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহরজুড়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো নাসিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১২, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১২:১৪, ১০ মার্চ ২০২৫

শহরজুড়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো নাসিক

ব্যানার ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ শহরের রাস্তার পাশের স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক খুটিসহ বিভিন্ন স্থাপনা থেকে সকল ব্যানার ফেস্টুন অপসারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। 

সোমবার (১০ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া এলাকাসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিপুল পরিমাণ ব্যানার ফেস্টুন অপসারণ করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) জাকির হোসাইন জানান, ঈদকে ঘিরে পুরো শহরে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ। বছরব্যাপী এমন কার্যক্রম চলমান থাকে।