শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

ফাল্গুন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২০ রমজানের মধ্যেই ঈদ বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৯, ১৫ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ২০ রমজানের মধ্যেই ঈদ বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

শ্রমিক সমাবেশ

২০ রমজানের মধ্যে শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পূর্ণ বেতন দেয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শহরের প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। একই সাথে তারা শহরের প্রধান সড়কে মিছিল করেন। 

সমাবেশে নেতারা বলেন, ঈদ উপলক্ষে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। বর্তমানে ঈদ এলেই কেবল শ্রমিকরা একটু ভালো খাবার ও নতুন জামাকাপড় কেনার কথা ভাবে। ঈদ উপলক্ষে সকল বকেয়া পাওনা ও ঈদ বোনাস এক সঙ্গে পেলে শ্রমিকরা নাড়ির টানে বাড়ি ফিরে। শ্রমিকদের এই আকাঙ্খা ও স্বপ্ন কোন ভাবেই নস্যাৎ করা যাবে না। 

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি গাজী নূরে আলম, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি জেলা কমিটির দপ্তর সম্পাদক মোস্তাকিম ও সদস্য আশিক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।