
উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জল গ্রিন এন্ড ক্লিন সিটি কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।
শনিবার (১৫ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের সাইনবোর্ড, চাষাঢ়া ও মীর জুমলা সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাষাঢ়া মোড় সংলগ্ন রাইফেলস ক্লাব পর্যন্ত সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়। এছাড়াও চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে অবৈধ পার্কিং ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।
এসময় অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করেন।