রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আন্দোলনে আহত ব্যাক্তিকে ডিসির সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১২, ১৬ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে আন্দোলনে আহত ব্যাক্তিকে ডিসির সহায়তা

নগদ অর্থ সহায়তা

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

রেববার (১৬ মার্চ) মাহাবুব আলমের পরিবারের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

এসময় মাহাবুবের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করা হয়েছে। 

মাহাবুব আলম দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে এবং সমাজে মানবিকতা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিসি।